চাঁদপুর: চাঁদপুরে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ ট্রাক চালকের সহযোগী মোতালেব হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, বুধবার রাতে সদর উপজেলার ঘোষের হাট এলাকায় পিকেটারদের ছোড়া পেট্রোল বোমার অগ্নিদগ্ধ হন মোতালেব। এ সময় চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৩৫ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।