বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র শিলিগুড়ি

Slider ফুলজান বিবির বাংলা

উত্তরবঙ্গের প্রধান প্রশাসনিক কেন্দ্র উত্তরকন্যায় বিজেপির অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিলো শিলিগুড়ির তিনবাতি মোড়। বিজেপির মিছিল আটকাতে পুলিশ ছুঁড়লো জলকামান, মিছিল ছত্রভঙ্গ করার জন্যে মুহুর্মুহু ছোঁড়া হলো কাঁদানে গ্যাস। পুলিশের লাঠির আঘাতে বেশকিছু বিজেপি কর্মী আহত হয়েছেন।

আহত হয়েছে পুলিশও। কার্যত আধঘণ্টার বেশি সময় খণ্ডযুদ্ধ চলে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। মিছিলে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, সায়ন্তন বসু, শঙ্কুদেব পণ্ডার মতো নেতারা। দিলীপ ঘোষ অভিযোগ করেন যে, শান্তিপূর্ণ মিছিলের ওপর মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ বিনা প্ররোচনায় আক্রমণ চালিয়েছে। মুকুল রায় মমতার উন্নয়নের দাবি সম্পর্কে স্বেতপত্র প্রকাশের আওয়াজ তোলেন। বিকেল পর্যন্ত তিনবাতি মোড়ে উত্তেজনা দেখা যায়। পুলিশ জানিয়েছে, বিজেপি ১৪৪ ধারা ভাঙ্গায় তারা ব্যবস্থা নেয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *