করোনায় আরো ২৯ জনের মৃত্যু

Slider সারাদেশ

ঢাকা: দেশে করোনাভাইরাসে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৭৮৮ জন।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাসের সর্বশেষ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ৬২ হাজার ৪০৭ জন হল। আর একদিনে মারা যাওয়া ২৯ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা ছয় হাজার ৬০৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে চার লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা একদিনের সর্বোচ্চ মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *