চমক-আরশ ইস্যু: আজ আলোচনায় বসছে সংগঠন

Slider বিনোদন ও মিডিয়া

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও আরশ খানের মধ্যে চলমান দ্বন্দ্বের অবসান ঘটাতে আজ রোববার বিকেলে আলোচনায় বসতে যাচ্ছে নাট্য সংগঠনগুলো। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ এই তিন সংগঠন আজ বিকেলে একসঙ্গে বসছে- এমনটাই জানিয়েছে টেলিপ্যাব’র সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।

তিনি বলেন, ‘সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা বিব্রত। আসলে এভাবে চলতে দেওয়া যায় না। কঠোর ব্যবস্থা না নিলে এমনটা বারবার ঘটবে। আমরা সবার অভিযোগ শুনে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা সবাই একসঙ্গে বসে আলোচনা করব। সেখানে ওদিনের পুরো ঘটনা তাদের মুখ থেকে শুনব। আমরা খোঁজ নিয়েছি। এবার তাদের মুখ থেকে শোনার পালা। এরপরই আমরা আমাদের সিদ্ধান্ত জানাব। আজকের সভায় আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে।’

উল্লেখ্য, অভিনয় শিল্পীদের শুটিং সেটে আসার সময় নিয়ে বেশ কিছুদিন ধরেই মুখোমুখি অবস্থানে অভিনয় শিল্পী ও নির্মাতারা। একপক্ষ অন্য পক্ষকে দোষলেও কার্যত সংকটের সমাধান হচ্ছে না। এর মধ্যে শুটিং সেটে অভিনয় শিল্পী দ্বারা প্রোডাকশন ম্যানেজার বা ইউনিটের লোকজনদের লাঞ্ছিত করার বেশ কিছু অভিযোগও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *