রাঙামাটির বাঘাইছড়িতে মধ্যরাতে গোলাগুলি

চট্টগ্রাম


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শুক্রবার মধ্য রাতে গোলাগুলির খবর পাওয়া গেছে। উপজেলার বাবুপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গভীর রাতে আঞ্চলিক দলগুলোর মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক এগারটা থেকে বারোটা পর্যন্ত প্রচণ্ড গোলাগুলি হয়েছে। তবে কোন দুই গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়েছে তা নিশ্চিত হতে পারিনি।

তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ যাওয়ার প্রস্তুতি চলছে, তবে এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দেশের সব থেকে বড় উপজেলা বাঘাইছড়িতে পাহাড়ের ৪টি আঞ্চলিক দলেরই অবস্থান রয়েছে। ফলে প্রায়ই ক্ষমতা প্রদর্শন ও এলাকা দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *