রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রাম থেকে ৩৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া (২৭) ও একই গ্রামের মো. জাবল মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৫)।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১। এসময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
গাজীপুর র্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি পিকআপসহ মো. ইউসুফ মিয়া ও মো. রুবেল মিয়াকে আটক করা হয়।
পরে তাদের হেফাজতে থাকা ওই পিকআপ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় এসব গাঁজা বিক্রি করতেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।