আরো এগিয়ে বাইডেন, আদালতে ট্রাম্প

Slider ফুলজান বিবির বাংলা


ডেস্ক: আরো দুটি রাজ্যে জয় পেয়েছেন ডেমোক্রেট জো বাইডেন। এর ফলে তিনি মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন। আর প্রয়োজন ৬টি ইলেকটোরাল কলেজ ভোট। তাহলেই প্রয়োজনীয় ২৭০টি কলেজ ভোটে পৌঁছে যেতে পারেন তিনি। ফলে তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হতে তিনি পর্যাপ্ত রাজ্যে জয় পেয়েছেন। এরই মধ্যে ভোট জালিয়াতির অভিযোগে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত রাতে জো বাইডেন ২৩৮ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে ছিলেন।
কিন্ত ভোট গণনায় স্থবিরতা দেখা দেয় ৬টি রাজ্যে। তার মধ্যে উইসকনসিন ও মিশিগান রাজ্যে তিনি জয় পেয়েছেন। এ দুটি রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট আছে যথাক্রমে ১০ ও ১৬টি। এগুলো এখন বাইডেনের ঝুলিতে। ফলে তার এখন ইলেকটোরাল কলেজ ভোট ২৬৪টি। এখন পর্যন্ত মেইনে রাজ্যে তিনি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এ রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোট ৪টি। এ ছাড়া পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। আর তার মোট ইলেকটোরাল কলেজ ভোট দাঁড়িয়ে আছে ২১৪ তে। ফলে সর্বশেষ তিনটি রাজ্যের কমপক্ষে একটিতে বিজয়ী হলেই বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *