হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী রবীন্দ্র নাথ বর্মণ বাবুল। মোটরসাইকেল প্রতীকে তিনি ৪ হাজার ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ইকবাল আজম পেয়েছেন ৩ হাজার ৫৬৬ ভোট।
২ হাজার ৬৪৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী আব্দুল গফুর। অপর স্বতন্ত্রপ্রার্থী আলী মর্তুজা সাথী আনারস প্রতীকে পেয়েছেন ১৩৭৭ ভোট।
উল্লেখ্য, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ ম শফিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পদটি শূন্য হয়।এরই ধারাবাহিকতায় ২০ অক্টোবর মঙ্গলবার ইউনিয়নটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।