ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনৈতিক কথা বা প্রতিপক্ষ বিবেচনা না করে সন্তানহারা শোকাহত একজন মা’কে সমবেদনা জানাতে গিয়েছিলাম বিএনপির গুলশান কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু সমবেদনা জানাতে গিয়ে বেইজ্জতি হয়েছি।’
সোমবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর এক বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন উপস্থিত হই তখন কার্যালয়ের মূল ফটক তালাবদ্ধ ছিল। আমি পকেট ফটক দিয়ে ঢুকতাম, কিন্তু সে মুর্হূতে ওই ফটকেও তালাবদ্ধ করে দেয় কার্যালয়ের কর্মচারীরা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৩ সালে যখন আমার সন্তানরা পিতৃহারা হয়েছিল, তখন তো আমি উনাকে (খালেদা জিয়া) যথাযোগ্য মর্যাদায় অভ্যর্থনা জানিয়েছিলাম। সেসময় খালেদা জিয়ার সাথে মওদুদ আহমেদও ছিল। মওদুদ আহমেদ তো জানেন কিভাবে দেখাতে হয় সৌজন্যতা। যখন আমি গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গেলাম, তখন মওদুদ আহমেদ উপস্থিত ছিল। পুত্র শোকে না হয় খালেদা জিয়া বিশ্রামে ছিলেন। কিন্তু তার নেতারা তো আমার সাথে সে সময় সৌজন্যতা দেখাতে পারতো। সেই মওদুদ আহমেদও সৌজন্যতা দেখাতে আসলেন না।’