বন্দরে মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক খুন

Slider টপ নিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসায়ীদের হামলায় ইলিয়াস (৪০) নামে এক ফটোসাংবাদিক নিহত হয়েছেন।
নিহত ইলিয়াস দৈনিক বিজয় পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন।

রোববার রাত সাড়ে ৮ টায় বন্দরের জিউধরা আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস বন্দরের আদমপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ী তুষারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তুষার বন্দরের আদমপুর এলাকার মৃত জামানের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায় , ইলিয়াস স্থানীয় পত্রিকা দৈনিক বিজয়ের ফটো সাংবাদিক। স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ওই পত্রিকায় একাধিকবার নিউজ হয়। এ নিয়ে মাদক ব্যবসায়ীরা ইলিয়াসের উপর ক্ষিপ্ত ছিল। রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইলিয়াসের প্রতিবেশী তুষার ও তুর্যের নেতৃত্বে ৪/৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ইলিয়াসের উপর হামলা চালায়। তারা ইলিয়াসকে বৈদ্যুতিক খুটির সঙ্গে আটকে ছুরিকাঘাত করে। এতে ইলিয়াসের বুকে ও পিঠে ৪/৫ টি আঘাত লাগে। স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) খোরশেদ আলম জানান, রাতে বন্দরের আদমপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় মূল আসামি তুষারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের
গ্রেফতারে চিরুনি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *