অদ্ভূত এক মায়াজালে বন্ধনের শিকলে জড়িয়ে আছি
যতই বের হতে চাই ততই যেন আঁটকে যাই
প্রতিনিয়ত যুদ্ধ চলে মনের সাথে
বোবা আকাশ, অবুঝ পৃথিবী,
একা আমি।
ভুলে যেতে চাই অতীতের সব স্মৃতি
নতুন করে বাঁচার স্বপ্ন দেখি না মৃত মনে,
জানিনা আগামী বসন্ত সমীরণ
নতুন করে সাজবে কিনা!
ইচ্ছেগুলোও মৃত প্রায়।
ওই দিন রৌদ্রছায়ার মায়াবেলায়
চুপি চুপি বলেছিলে পরম সত্যটি, ‘তোমাকে চাই ‘
কি ভীষণ কষ্টের মাঝে কেটে যাচ্ছিলো প্রতিটি ক্ষণ
মনের কার্নিশে অস্থিরতা খেলে যায়
স্তব্ধ সময়ের কাছে আজ কোন উত্তর নেই।
এভাবেই চলুক জীবন
হাতে হাত রেখে, কাঁধে মাথা রেখে,
নাই বা হলো পথ চলা
বিষণ্ন সূর্যটা কেবল দেখছে তোমায় আক্ষেপে।