মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে, গাজীপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২০ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, বিগত সময়ে দেশে সাক্ষরতার হার বৃদ্ধি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে ভূমিকা রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।