গাজীপুরে মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড

ফুলজান বিবির বাংলা

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতুর নিচের এলাকা ও স্টেশনের বিপরীত পাশের বস্তিতে মোবাইল কোর্টে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতুর নিচের এলাকা ও স্টেশনের বিপরীত পাশের বস্তিতে, সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত, গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ, মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক গ্রহন, পরিবহন ও বিক্রয়ের অপরাধে ৪টি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে ( ৬ মাস, ৪ মাস, ৩ মাস, ৩ মাস) কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা ও ব্যাটালিয়ন আনসার সদস্যগন সার্বিক সহযোগিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *