রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি; গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে এঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে আব্দুস সামাদ (৫০) ও একই এলাকার আলী হোসেনের ছেলে নাইম (৯)। স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত)
মনিরুজ্জামান খান জানান, বুধবার বেলা তিনটার দিকে শিশু নাইম বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় ওই শিশু পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন আব্দুস সামাদ। এক পর্যায়ে তিনিও পানিতে তলিয়ে যান। শিশু নাইমকে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুজির পর বিকেলে দুইজনের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে এবং থানা পুলিশে খবর দেয়।