গাজীপুরে স্বাস্থ্যঝুঁকিতে গণপরিবহণ

Slider গ্রাম বাংলা

মোঃ ইসমাঈল হোসেন (মাস্টার), গাজীপুর: লকডাউন শিথিল হওয়ার পর প্রথম কয়েকদিন স্বাস্থ্যবিধি মেনে বাস চললেও এখন তা মানা হচ্ছে না। প্রতিদিনের মতো রবিবার ষোল আগস্ট বাসে ভিড় ছিল চোখে পড়ার মতো। দুইজনের সিটে একজন বসানোর নির্দেশনা থাকলেও দুইজনের সিটে দুইজনই বসছে। দাঁড়ানো অবস্থায়ও লোক নিচ্ছে বাস চালক-সহকারীরা। শুধু তাই নয়, বাসের প্রধান ফটকে বাদুড়-ঝোলা হয়েও যাতায়াত করছেন যাত্রীরা। এখন অবস্থা এমন গাজীপুরের গণপরিবহনে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যাবতীয় ভাবনা উধাও।নগরের প্রায় রাস্তায় ফিরলো যানজট। ঠাসা ভিড় নিয়ে শহরে ছুটছে বাস।

দোকান-বাজার সর্বত্র জমজমাট সমাগম। রবিবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তাকওয়া পরিবহন, বলাকা সার্ভিস, গাজীপুর পরিবহন সহ অধিকাংশ পরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সহকারীরা আগের মতো জোর করে যাত্রী তুলছেন। এ সময় কোনো পরিবহনে জীবাণুনাশক ছিটাতে দেখা যায়নি। বাসে ওঠার জন্য যাত্রীদের ছিল হুড়োহুড়ি অবস্থা।

সাধারণ যাত্রিদের অভিমত এভাবে চলতে পারে না। ৬০ শতাংশ বেশি ভাড়া নিয়েও গাজীপুরে চালক-সহকারীরা অতিরিক্ত যাত্রী তুলছেন। এতে আবারও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যবিধি কোনো বাসে মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে প্রশাসনের নজর দেওয়া উচিত।
ময়মনসিংহ গামী শ‍্যামলী বাংলা (গাড়ি নং 9061) দেখা যায় বাসের চালক, হেল্পার ও কন্ট্রাকটর কারো মুখে মাস্ক নেই।বাসে অতিরিক্ত যাত্রি কেন প্রশ্ন করলে কোন সদুত্তর দিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *