গাজীপুর এডুকেশন সোসাইটি কর্তিক আয়োজিত আন্তথানা ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দল কালীগঞ্জ উত্তর। আজ গাজীপুর বলদা মাঠে “গাজীপুর সদর থানা পুর্ব” কে ৩-১ গোলে হারিয়ে জয় লাভ করে “কালীগঞ্জ থানা পুর্ব”।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর এডুকেশন সোসাইটির সাবেক ভাইস চেয়ারম্যান জনাব হোসেন আলী। এছাড়াও গাজীপুর এডুকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সহ সোসাইটির সদস্য বৃন্দ। উক্ত ফাইনাল খেলায় বিজয়ী দলকে একটি সাইকেল প্রদান করা হয় এবং রানার্স আপপ দলকে একটি স্মার্ট ফোন প্রদান করা হয়।