সিলেট: সিলেট জেলা ও নগর এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মীসহ ৬৪জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাতে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে জানান, নগর পুলিশের ছয়টি থানা থেকে ৩১জনকে আটক করা হয়েছে।
এরমধ্যে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
এছাড়া জেলা ১২টি উপজেলা থেকে ছয় বিএনপি-নেতাকর্মীসহ ৩৩জনকে আটক করা হয়েছে বলে জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।