২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যু আক্রান্ত ২৫৪৮

Slider জাতীয়


ঢাকা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮৩৬ জনে।গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার ৫৪৮ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাসে বৃহস্পতিবার মারা গিয়েছিল ৫০ জন। ওই দিন নতুন শনাক্ত হয়েছিল দুই হাজার ৮৫৬ জন।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) দেয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৫ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে সিএসএসই’র তথ্য অনুসারে, এ রোগে সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ লাখ ৪৩ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ৪ লাখ ২১ হাজার ৮৫৭ জন আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ হিসেবে তা নিউইয়র্ককে ছাড়িয়ে গেছে।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, এক লাখেরও বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এমন রাজ্যের মধ্যে রয়েছে নিউইয়র্ক, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়, জর্জিয়া, অ্যারিজোনা, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা এবং লুইসিয়ানা।
সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *