করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে ডা. সাবরিনা গ্রেফতার

Slider জাতীয়

ঢাকা: করোনার ভুয়া রিপোর্ট দেয়া অভিযোগে গ্রেফতার হয়েছেন জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা আরিফ।

আজ বেলা দেড়টা থেকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ৩টার দিকে গ্রেফতার করে।

তেঁজগাও জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ হারুনর রশীদ তাকে গ্রেফতার করেন।
করোনা পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনায় জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীর পর এবার তার স্ত্রী ডা. সাবরিনা আরিফ চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এর কার্যালয়ে সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক সাবরিনার দাপটেই আরিফ চৌধুরী করোনা পরীক্ষার অনুমতি বাগিয়ে নেন স্বাস্থ্য অধিদফতর থেকে- এমন অভিযোগ রয়েছে। জেকেজির চেয়ারম্যান হিসেবে সব যোগাযোগ রক্ষা করতেন সাবরিনাই।

সাবরিনার আগে করোনার রিপোর্ট কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হন জেকেজির আরিফসহ ছয়জন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক হিসেবে চাকরিতে থেকেই জেকেজির চেয়ারম্যান পদে ছিলেন ডা. সাবরিনা। তাদের এক ল্যাপটপেই পাওয়া গেছে ১৫ হাজারেরও বেশি করোনার ভুয়া টেস্ট রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *