করোনায় মারা গেলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান

Slider জাতীয়


ফরিদপুর: ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারীক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ২২ জুন জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। পরেরদিন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা ভাইরাসে সংক্রমনের বিষয়টি ধরা পরে। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়।

লোকমান হোসেন মৃধা ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। শহরের ২ নং হাবেলী গোপালপুর মহল্লার মাস্টার কলোনীতে বসবাস করতেন তিনি। তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরিচিত মহলে তিনি লোকমান মাস্টার হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ফরিদপুরের রাজনীতিবীদসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লাশ আনার পর তার জানাযার সময় জানিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *