কালীগঞ্জে ১৬৫ জনকে মাতৃত্বকালীন ভাতা প্রদান

Slider গ্রাম বাংলা

মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মাতৃত্বকালীন ভাতা, জাঙ্গালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টরের ব্যাংক এশিয়া এজেন্ট শাখার মাধ্যমে প্রদান করা হয়েছে।

৮ই জুলাই বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায়, এই প্রথম উক্ত শাখায় ১৬৫ জন ভাতা গ্রহিতাকে প্রথম কিস্তির ৯৬০০ টাকা করে প্রদান করা হয়েছে।

এ সম্পর্কে ব্যাংক এশিয়ার কালীগঞ্জ এরিয়া কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, সরকারের এ টু আই এর সহযোগিতায় ব্যাংক এশিয়ার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে ভাতা গ্রহণকারী এবং সাধারন লোকজন সকল ব্যাংকিং কার্যক্রম (টাকা জমা, উত্তোলন, ডিপিএস, এফডিআর, এটিএম কার্ড ও চেক বহি গ্রহণ) পরিচালনা করতে পারছেন। হাতের কাছে ইউনিয়ন পরিষদে এমন একটি অনলাইন ব্যাংক থাকায় জনগনের অনেক সুবিদা হয়েছে। সেই সাথে সরকারের তৃনমূলে ব্যাংকিং সুবিদা পৌঁছে দেওয়ার মিশনও সফল হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা আকন্দ, মোঃ দুলাল মিয়া, সফিকুল ইসলাম দর্জি, ফারুক খান, রোকন খান, শিরিন আক্তার, লাভলী আক্তার ও হেলেনা আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *