কালীগঞ্জে রেডজোনে মোবাইলে কল দিলেই শাক সবজি

Slider গ্রাম বাংলা

মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ২০শে জুন শনিবার থেকে পৌরসভার ব্যবস্থাপনায়, রেডজোনে ভ্যানগাড়ি দিয়ে শাক সবজি বিক্রি করা হবে।

শুক্রবার রাত ৭টা ৪৬ মিনিটে পৌরসভার ফেসবুক আইডিতে (Kaliganj Pourashava Gazipur) বার্তা প্রেরণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা থেকে জানা যায়, কালীগঞ্জে কোভিড- ১৯ প্রতিরোধে পৌরসভার ব্যবস্থাপনায় রেডজোনে পৌরবাসীর সুবিধার্থে, ভ্যানগাড়ি দিয়ে শাক সবজি বিক্রি করার জন্য, পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ভ্যান চালকদের দায়িত্ব দেওয়া হয়েছে। মোবাইলে কল দিলেই শাক সবজি বিক্রেতা বাড়ি চলে আসবে। নির্ধারিত মূল্য দিয়ে পছন্দমতো কিনতে পারবে।

বার্তায় আরো জানা যায়, শাক সবজি বিক্রির জন্য নিয়োজিত ব্যক্তির নাম ও মোবাইল নাম্বার নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

৪ নং ওয়ার্ডে- ১. ইমদাদুল হক ০১৯৮২২২৩৮৯৮, ২. মোঃ বাদল ০১৮৪৩৪৮৩৮৯৩, ৩. শফিকুল ইসলাম ০১৯৩৬৪০০৬০৫,
৫ নং ওয়ার্ডে- ১. শাহ আলম ০১৯৩১৩৪৮৩৮২, ২. বিল্লাল হোসেন ০১৮৩৬৪৯০৭৮০, ৩. মোরছালিন ০১৯৩৭৯৮২৬১৩, ৪. মোঃ মাইনুল ০১৮১১১০৭৬৩৬, ৫. আজিজুল হক ০১৯৪১৪০১৬০১, ৬. মোঃ শাহজালাল ০১৮৪৬৯৭১০০৭,
৬ নং ওয়ার্ডে- ১. রুহুল আমিন ০১৭১৬৫১১৮৮৬, ২. শফিকুল ইসলাম ০১৮৩৪০৮৩১৬১, ৩. মাসুদ ০১৮৮৩৪১২২০২, ৪. জামান ০১৭১৭৩৬১৪৫৮, ৫. হযরত আলী ০১৭৭৫৬৮৬৮৫৭, ৬. দেলোয়ার ০১৭৭৮৬৯৪৪৫১,
“দয়া করে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *