লাদাখে ভারত-চীন সংঘর্ষ, ৩ ভারতীয় সেনা নিহত

Slider সারাবিশ্ব

কলকাতা: কিছুদিন ধরেই ভারত-চীন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।গত মাসেই লাদাখ সীমান্তে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে হাতাহাতিও হয়েছে। সীমান্তে চীনের পক্ষ থেকে সেনা সমাবেশও করা হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে দুই দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বৈঠক হয়েছে। আরও একাধিক বৈঠকে উত্তেজনা প্রশমনের কথা রয়েছে। ঠিক এই অবস্থায় সোমবার রাতে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীনা সেনা বাহিনীর তিক্ততা পরিণত হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার রাতে গলওয়ান উপত্যকায় চীনা সেনার হামলায় ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ান নিহত হয়েছেন। উত্তেজনা প্রশমনে গতকালই দু’পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ে বৈঠক শুরু হয়েছিল। কিন্তু তার পরেই এই হামলা।
তবে উত্তেশনা প্রশমনে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *