মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ১৪ই জুন রবিবার বিকাল ৩ টার দিকে, গাজীপুর আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবরিয়া এলাকায়, ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন (৬৬) নিহত এবং অপর মোটরসাইকেলের ৩ আরোহী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোক্তারপুর ইউনিয়নের মেম্বার জসিম উদ্দিন দুপুরে মোটরসাইকেলে বাইপাস সড়ক দিয়ে যাওয়ার পথে, দুবরিয়া এলাকায় আরেটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মেম্বার মারা যান। অপর মোটরসাইকেলের ৩ আরোহী আহত অবস্থায় মোটরসাইকেল রেখেই পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মোক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরন বলেন, আমার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন, দুপুরে মোটরসাইকেল নিয়ে দুবরিয়া বাইপাস এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই মেম্বার নিহত হয়েছেন।
তিনি আরো বলেন, অপর মোটরসাইকেলের ৩ আরোহী আহত অবস্থায় মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন। ফলে তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেম্বারের এই করুন মৃত্যুতে ইউনিয়ন পরিষদ গভীরভাবে শোকাহত।