গাজীপুরে চলাচল নিয়ন্ত্রন

Slider গ্রাম বাংলা জাতীয়

গাজীপুর: গাজীপুর মহানগর এলাকা প্রবেশ ও বাহিরে নিয়ন্ত্রণ আরোপ।

গাজীপুর মেট্রোপলিটন এলাকা করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে নিয়ন্ত্রিত চলাচলের জন্য আজ ১৮মে ২০২০ সোমবার থেকে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি গাজীপুর মহানগর এলাকা প্রবেশ কিংবা বাহির হতে না পারে সেই জন্য এই চার জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।
জরুরী সেবা ও পণ্য পরিবহন যানবাহন এই আওতামুক্ত থাকবে। যথোপযুক্ত কোন কারন দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মে সকল জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে
১। আনারকলি ক্রসি, টঙ্গী
২। মিরের বাজার মোড়, পূবালী
৩। বিআরটিসি কাঁটা, বাসন
৪। কলেজ গেইট(ফ্লাইওভার সংলগ্ন), কোনাবাড়ি

সম্মানিত নাগরিকদের জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হয়ে এই নিয়ন্ত্রিত চলাচলের জন্য মহানগরীর পুলিশকে সহযোগিতা করে করোনা ভাইরাস রোধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ,গাজীপুর

প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *