এই শিশুটিই ইন্দিরা!

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


ডেস্ক: গেল শতাব্দীর বিশের দশকে কেউ কি ভেবেছিলেন, চল্লিশ-পয়তাল্লিশ বছর পর এই শিশুটিই হবেন ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী! ছবি দেখে অনেকের খটকা লাগতে পারে। কিন্তু ইঁনিই ইন্দিরা গান্ধী।

ইন্দিরা গান্ধীর জন্ম ১৯১৭ সালের ১৯ নভেম্বর। পিতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু।

ইন্দিরা গান্ধী দুইবার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমদফায় ছিলেন ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭। দ্বিতীয় দফায় ছিলেন ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবর পর্যন্ত।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর তার দুই দেহরক্ষী সৎবন্ত সিংহ ও বিয়ন্ত সিংহ তাকে গুলি করে হত্যা করে।

স্বামী ফিরোজ গান্ধী। তাদের দুইপুত্র—রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধী। ছোট ছেলে সঞ্জয় গান্ধী ১৯৮০ সালের ২৩ জুন বিমান দুর্ঘটনায় নিহত হন।

বড় ছেলে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালের ২১ মে একটি নির্বাচনী জনসভায় তিনি বোমা হামলায় নিহত হন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *