শ্রীপুরে প্রতিপক্ষের আক্রমনে বাবা-ছেলে আহত

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের আক্রমনে প্রথমে ছেলে ও কয়েক দিন পর বাবা গুরুতর আহত হয়েছেন। চিকিৎসাধীন বাবার অবস্থা শংকটাপন্ন বলে জানিয়েছেন ছেলে।

শ্রীপুর উপজেলা হাসপাতালে বাবার পাশে থাকা ছেলে উজিলাব গ্রামের তারিকুল ইসলাম রানা জানান, গতকাল রাতে প্রতিপক্ষ আখতার মাষ্টারের নেতৃত্বে একদল লোক তার বাবার উপর আক্রমন করে গুরুতর আহত করে। তার বাবা বাচ্চু মিয়া(৬০) কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এর আগে ৩মে আসামীরা তাকে(রানা)কে মারপিট করে আহত করে।

এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান রানা।

এ বিষয়ে আখতার মাষ্টারের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি। শ্রীপুর থানা পুলিশ বলছে, অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *