রাষ্ট্রপতি বিশ্বাসঘাতকতা করেছেন : ফখরুল

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ নারী ও শিশু রাজনীতি সারাদেশ সারাবিশ্ব

44040_Mirza
গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের মহাসচিবের কাছে রাষ্ট্রপতি দেশের কথা, মানুষের কথা না বলে, শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলেছেন। এতে করে রাষ্ট্রপতি দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দেশের মানুষ আশা করেছিল তিনি জাতিসংঘের মহাসচিবের কাছে দেশের বর্তমান অবস্থা তুলে ধরবেন। কিন্তু তিনি তা করেননি।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে বিএনপির প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দ্বিতীয় বারের মাতো গণতন্ত্রকে হত্যা করেছে। এর আগে তারা ৭৫ সালে গণতন্ত্রকে প্রথম বারের মতো হত্যা করে।

ফখরুল বলেন, দেশের মানুষ সবার অংশ গ্রহণে দ্রুত একটি নির্বাচন চায় বান কি মুনের কাছে রাষ্ট্রপতি এ কথা না বলায়, মানুষ তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।

অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামন রিপনসহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *