করোনা নেগেটিভ আসলেও স্ত্রীর সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা বিচিত্র


ঢাকা: করোনা আক্রান্ত সন্দেহে ৫ তালা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলেন এক পুলিশ কনস্টেবল।

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম তোফাজ্জল হোসেন। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। তিনি বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারী কিছু নিচে পড়ার শব্দ পান তার স্ত্রী। ভবনের অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে।

লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন, যোগ করেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *