ময়মনসিংহে আরও ২৫ জন করোনায় আক্রান্ত, ভালুকার এক জনের ঢাকায় মৃত্যু

Slider জাতীয় সামাজিক যোগাযোগ সঙ্গী

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগে রবিবার (৩ মে) আরও ২৫ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকসহ ৬ জন, ভালুকায় ৪ জন, ঈশ্বরগঞ্জে ২, গফরগাঁওয়ে একজন স্বাস্থ্যকর্মী, হালুয়াঘাটে একজন ও ফুলবাড়িয়াতে একজন রয়েছে।

এছাড়া নেত্রকোনা জেলার মোহনগণঞ্জে ৬, আটপাড়ায় একজন চিকিৎসকসহ ৩ জন, মদনে একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৩৩২ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৬৯ জন, জামালপুর জেলায় ৭৩ জন, নেত্রকোনা জেলায় ৫৮ এবং শেরপুর জেলায় ৩২ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেল।

এদিকে, হাসপাতালের করোনা ইউনিট থেকে এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১৩ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে ৭ এবং নেত্রকোনার ২ জন।

অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার আবু হানিফ (৬০) নামে একজন ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছে। গত ১৯ এপ্রিল তার করোনা পজিটিভ হয়। এরপর তাকে ঢাকায় ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *