টাঙ্গাইলে ১৮ বছর বয়সী নারী গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত

Slider বাংলার মুখোমুখি


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলায় নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর আক্রান্ত ওই নারী ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতেন। আর এ নিয়ে টাঙ্গাইল জেলায় মোট ২৬জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলো।

আজকে শনিবার (২রা মে) সকাল ৮টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান নতুন করে আরও একজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, “শুক্রবার টাঙ্গাইল জেলা থেকে মোট ৮১টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এরপরে শনিবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়েছে। আর এ ব্যাপারে আক্রান্তের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেছেন, “২৬ জন আক্রান্তের মধ্যে দুইজন ঢাকায় মারা গিয়েছেন এবং
পাঁচজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।”

গোপালপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আলীম আল রাজি জানিয়েছেন, ” করোনা আক্রান্ত ওই নারীর বয়স ১৮ বছর। আর তিনি কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর তার জ্বরসহ করোনার নানা উপসর্গ দেখা দিলে গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে শুক্রবার ঢাকায় পাঠানো হয়েছিল। তারপরে নমুনার ফলাফল পজেটিভ আসে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *