আত্মসমর্পণ ………….জাহাঙ্গীর কবির

Slider সাহিত্য ও সাংস্কৃতি

আত্মসমর্পণ
………….জাহাঙ্গীর কবির

কিসের অহমিকা তোমার?
একমুঠো মাটি তৈরীর সক্ষমতা নেই!
যে মাটিতে তোমার নিত্য দাপাদাপি!
যে মাটি প্রতিটি খাবারের নিরহংকার উৎপাদনকারী!
যে মাটি ধারণ করে তোমার নিকৃষ্ট কামনা-বাসনার প্রাসাদপুরী!

কিসের এতো দম্ভ?
ঝর্ণা, সাগর, নদী, মহাসাগর নয়-
তপ্তকণ্ঠ শীতল করার একবিন্দু জল জন্ম দিতে পারোনা তুমি!
অথচ হায়! জীবনে জলের কি অন্তহীন ব্যবহার!
জলের প্রাত্যহিক যোগান পরিমাপ করে দেখোতো একবার!
প্রায় আটশো কোটির হিসেবেটা কিন্তু মস্ত বড়!

কিসের দর্প তোমার?
বাতাসের কোনো একটি উপাদানের মালিক তো তুমি নও!
ফুসফুসযন্ত্র তোমার অহংকারের ভাষা বোঝেনা
ঠিকই
কিন্তু জীবনব্যাপী অক্সিজেনের ব্যবহারমূল্য পরিশোধের
দু:সাহসও তো তোমার নেই!

কিসের এতো অহংকার?
বিস্তীর্ণ আকাশছাউনির নিরাপদ আশ্রয়ণে
তোমার তো কোনো বিনিয়োগ নেই!
রাতের আহ্বানে দিনের নিদ্রাগমনেও নেই
কোনো ভূমিকা!
অসীম শক্তির আঁধার সূর্যের কর্মব্যস্ততা
কিংবা জ্যোস্নাবতী মায়াচাঁদের শুভ্রহাসি-
কোনখানেই নেই লেশমাত্র কর্তৃত্ব!

অত:পর-

ক্ষমা করো হে মহান রাব্বুল আ’লামীন!
তুমি সর্বশ্রেষ্ঠ, এক ও অনন্য!
সমস্ত প্রশংসা শুধু তোমারই জন্য!
তোমার অনুগ্রহে দেহমন পরিশুদ্ধ হোক।
তুমিইতো সবকিছুর একক স্রষ্টা ও নিয়ন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *