আজ থেকে রেলওয়ের তিন জোড়া পার্সেল স্পেশাল ট্রেন

Slider জাতীয় বাংলার মুখোমুখি সারাদেশ


মহামারী কোভিড-১৯-এর প্রেক্ষাপটে লকডাউন অবস্থায় কৃষকের উৎপাদিত পণ্য, শাক-সবজি, খাদ্য ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য তিন জোড়া পার্সেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

ঢাকা চট্টগ্রাম -ঢাকা, ঢাকা-দেওয়ানগঞ্জ -ঢাকা এবং খুলনা-ঢাকা- খুলনা রুটে তিন জোড়া পার্সেল স্পেশাল ট্রেন আজ ১ মে থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার রেল পথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল দশটায়, ঢাকায় পৌঁছাবে রাত ২০টা ৩০ মিনিটে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ১৯টায় এবং ঢাকায় পৌঁছাবে রাত ৩টা ১৫ মিনিটে।

খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা থেকে ছাড়বে বিকাল ১৬টা ৪৫ মিনিটে। ঢাকায় পৌঁছাবে রাত ৩টা ৩০ মিনিটে। এটি সপ্তাহের শুক্র,রবি ও মঙ্গলবার চলাচল করবে।
অন্য দুটি রুটের ট্রেন সপ্তাহের ৭ দিনই চলাচল করবে।
সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *