করোনা থাবায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো সোয়া ২ লাখ

Slider জাতীয় সারাবিশ্ব
A patient in a biocontainment unit is carried on a stretcher at the Columbus Covid 2 Hospital in Rome, Monday, March 16, 2020. The new Columbus Covid 2 Hospital, an area fully dedicated to the COVID-19 cases at the Gemelli university polyclinic, opened today with 21 new ICU units and 32 new beds, in order to support the regional health authorities in trying to contain the pandemic. Sign at top in Italian reads “Admission COVID 19”. For most people, the new coronavirus causes only mild or moderate symptoms. For some it can cause more severe illness, especially in older adults and people with existing health problems. (AP Photo/Alessandra Tarantino)

ডেস্ক: করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা সোয়া দুই লাখ ছাড়িয়ে গেছে। আর প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ৩১ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। তবে এত কিছুর মধ্যেও আশার খবর হলো, ৯ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৫৩ জনের। গত দুই দিন থেকে মৃতের হার বেড়েছে দেশটিতে। সেখানে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। ইউরোপের আরেক দেশ ইতালিতে একদিনে মারা গেছে ৩২৩ জন। তবে ইতালিতে আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র, ইতালির পর যুক্তরাজ্যে সবচেয়ে বেশি মানুষ করোনায় মারা গেলো যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৬৫ হাজারের বেশি। তবে এই প্রথম কেয়ার হোমের মৃতের সংখ্যা যোগ করে মোট মৃতের সংখ্যা জানায় দেশটির স্বাস্থ্যবিভাগ

এদিকে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৮ হাজারের বেশি। অন্যদিকে, করোনায় প্রাণহানিতে চীনকে ছাড়িয়েছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *