আউশনারাতে ৩০৭ টি পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিমন্ত্রী ও মধুপুর উপজেলা চেয়ারম্যান

Slider বাংলার মুখোমুখি


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাগম না ঘটানোর নির্দেশনাও রয়েছে। এতে মানুষ গৃহবন্দী অবস্থায় আছেন। তারা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছেন।

এমতাবস্থায় তারা বাড়ির বাহিরে বের হতে পারছেন না, কোনো কাজও করতে পারছেন না। ফলে তারা নির্জীব হয়ে বসে আছেন। এক্ষেত্রে তারা মন্ত্রী-এমপি, চেয়ারম্যান, মেম্বাদের সাহায্যের হাত প্রসারিত করার দিকে তাকিয়ে আছেন।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এবং মধুপুর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মানুষদের পাশে দাঁড়ালেন। তাদের পক্ষ থেকে আউশনারা ইউনিয়নের ৩০৭ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসব বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির,মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,স্থানীয় ইউ.পি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কৃষিমন্ত্রীর একান্ত সচিব মাকসুদুল হাসান মাসুদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস,সাবেক ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক রুবেল,মধুপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ সরকার, মধুপুর উপজেলা ছাত্রলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আল-আমিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *