ঘাটাইলে ত্রাণ না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Slider বাংলার মুখোমুখি


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষেরা ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজকে সোমবার (২৭ ই এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে প্রায় দেড় ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছেন। এরপরে ঘাটাইলের ইউএনও, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে জানিয়েছেন, “সরকারি খাদ্য সহায়তা তারা এখনো পাননি। এছাড়া ঘরে খাবার নেই, সন্তানরা না খেয়ে রয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ কেউ খোঁজ নেননি।”

অবরোধের খবর পেয়ে ঘাটাইলের ইউএনও অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করেছেন। তিনি দ্রুততম সময়ে খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানিয়েছেন, “তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং আরও কেউ বাকি থাকলে তাদের নামের তালিকা করে উপজেলায় পাঠাতে বলা হয়েছে। আর তাদের ঘরে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *