গত ২৪ ঘন্টায় আরো ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯৭জন

Slider জাতীয় সারাদেশ


ঢাকা:দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫হাজার ৯১৩ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮শ ১২টি নমুনা পরীক্ষা করে ৪৯৭জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৯ জন।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। তবে এ মুহূর্তে তা-ব চালাচ্ছে যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭ হাজার ৯৪জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৩ হাজার ৩৫২ । অন্যদিকে সুস্থ হয়েছেন ৮ লাখ ৮২ হাজার ৫৬৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *