যুক্তরাষ্ট্রে একদিনে ৩,৩৩২ জনের প্রাণহানি, মোট মৃত্যু অর্ধলক্ষ ‘ছাড়ালো

Slider জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

ঢাকা:কোভিড-১৯ মহামারিতে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৩,৩৩২ জন। এরমধ্য দিয়ে দেশটিতে মহামারিতে মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়াল। মহামারি ছড়িয়ে পড়ার পর বিশ্বে সবথেকে বেশি মৃত্যু হয়েছিল যে দিনগুলোতে গত কাল ছিল তার মধ্যে অন্যতম। এ তথ্য দিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন প্রায় ৯ লাখ মানুষ।

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়েছে, গত পাঁচ সপ্তাহে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ। প্রতি ৬ জনের মধ্যে একজন মার্কিন কর্মী এখন বেকার। ১৯৩০ এর দশকের পর দেশটির ইতিহাসের সবথেকে ভয়াবহ সংকট এটিই।

ব্যবসা টিকিয়ে রাখতে ও হাসপাতালগুলোর পেছনে ৫০০ বিলিয়ন ডলার ব্যায়ের একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোভিড নাইন্টিনে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ। এরমধ্যে যুক্তরাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২৭ লাখ মানুষ। এরমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ৭ লাখ ৫০ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশে কোভিড নাইন্টিনের সংক্রমণ নিয়ন্ত্রনহীনভাবে বাড়তে শুরু করেছে। ফলে সংস্থাটি ধারণা করছে, সংকটকালীন সময় আরো অনেক দিন বৃদ্ধি পেতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *