সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: কোভিড-১৯ বা করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। অপ্রয়োজনে বাহিরে বের হতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।দেশব্যাপী লকডাউন চলছে। এখন প্রায় সবাইকে নিজ গৃহে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে হচ্ছে।
কিন্তু টাঙ্গাইলে সামাজিক দূরত্ব না মানা এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়ার কারনে টাঙ্গাইলে ৯ জন পথচারীকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ই এপ্রিল) শহরে বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসকের নির্দেশনায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এ জরিমানা করেছেন।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানিয়েছেন, “অপ্রয়োজনে ঘর হতে বাইরে বের হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ নং ধারায় ৯ জনকে ৩৮০০ টাকা জরিমানা করা হয়েছে। আমদের এ কার্যক্রম অব্যহত থাকবে।”
উল্লেখ্য যে, এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।