ডিবি আটকের পর রাজধানীতে জামায়াত নেতা নিখোঁজ

রাজনীতি

Govt_logo_banglanews24_419938020
​ঢাকা: জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কাফরুল থানার ওয়ার্ড সভাপতি একেএম তৌফিকুল হককে শেওড়া পাড়ার বাসা থেকে গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ১ টার সময় ডিবি পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পর তার  কোন  সন্ধ্যান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে জামায়াত। বুধবার জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউকে আটকের পর ২৪ ঘন্টার মধ্যে আদলতে সোপর্দ করার আইনগত বাধ্য-বাধকতা থাকলেও তাকে এখন পর্যন্ত আদালতে সোপর্দ করা হয়নি বা তার সর্বশেষ অবস্থানও জানা সম্ভব হয়নি। যা আইনের শাসন ও মানবাধিকারের মারাত্মক লঙ্খন।

বিবৃতিতে বলা হয়, ধারাণা করা হচ্ছে চলমান সরকার বিরোধী আন্দোলন নির্মম ও নিষ্ঠুরভাবে দমনের সরকারি নীলনকার অংশ হিসাবেই জমায়াত নেতা একেএম তৌফিকুল হককে আটক করে গুম করা হয়েছে। অনেক চেষ্টার পরও তার কোন খোঁজ খবর না পেয়ে তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীরা উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন এবং তাকে উদ্ধার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকার ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *