বাংলাদেশের ৫২ জেলায় করোনা চার ভাগের তিন ভাগ রোগীই ঢাকা বিভাগে

Slider জাতীয় সারাদেশ


ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। নতুন শনাক্ত হয়েছেন আরও ৩০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে।

এসব রোগী দেশের আট বিভাগের। আবার এই আট বিভাগের ৫২টি জেলার। অর্থাৎ ৫২ জেলায় এ পর্যন্ত ছড়িয়েছে করোনাভাইরাস।

দেশে করোনার সংক্রমণ বেশি ছড়িয়েছে ঢাকা বিভাগে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তৃতীয় ময়মনসিংহ বিভাগ। এরপরে রংপুর ও বরিশাল বিভাগের অবস্থান। আট বিভাগের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ ছড়িয়েছে খুলনা বিভাগে। এরপরে সিলেট ও রাজশাহী বিভাগের অবস্থান।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, মোট রোগীর চার ভাগের তিন ভাগই রয়েছেন ঢাকা বিভাগে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহের সংখ্যা ২১ হাজার ৯১। মৃত ৯ জনের মধ্যে ৬ জন ঢাকার, ২ জন নারায়ণগঞ্জের এবং একজন সাভারের। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন মোট ৬৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *