ব্যাংকক থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৮ জন

Slider জাতীয় সারাদেশ

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে আটকে পড়া ৪৮ বাংলাদেশি নাগরিক ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ যাত্রী ও এক ব্যক্তির মরদেহ নিয়ে ফ্লাইটটি শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর ইউএনবির

ব্যাংককে চিকিৎসা নিতে এবং পর্যটক হিসেবে গিয়ে আটকা পড়েন ওইসব বাংলাদেশি নাগরিক। করোনার কারণে সব ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। পরে শুক্রবার বিকেলে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে তারা ফিরে আসলেন।

ইউএস-বাংলা করোনাভাইরাসের দুর্যোগের সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে এ প্রথম কোনো বিশেষ ফ্লাইট পরিচালনা করল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এছাড়া, প্রতিষ্ঠানটি আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ঢাকায় মোট ৬টি এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় দুটি ফ্লাইট পরিচালনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *