পোশাক খাতের ৭৮ শতাংশ শ্রমিক বেতন পেয়েছেন, দাবি বিজিএমইএ’র

Slider অর্থ ও বাণিজ্য জাতীয় সারাদেশ

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বুধবার জানিয়েছেন, তাদের সদস্য কারখানার ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ১৯ লাখ ১৯ হাজার জন বেতন পেয়েছেন।

তিনি বলেন, তারা প্রায় ৭৮ শতাংশ শ্রমিকের বেতন পরিশোধ করেছেন। বৃহস্পতিবারের মধ্যে বাকি শ্রমিকরাও বেতন পেয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন রুবানা হক।

‘আমরা আগামী ২০ এপ্রিলের মধ্যে সব শ্রমিকের বেতন পরিশোধের চেষ্টা করছি,’ যোগ করেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘করোনাভাইরাস সংকটের এ সময়ে আমরা ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছি সহায়তা করার জন্য। কোনো শ্রমিকই মার্চ মাসের বেতন না পাওয়া থাকবেন না।’

বিজিএমইএ’র একটি সূত্র জানায়, ২ হাজার ২৭৪টি বিজিএমইএ সদস্য কারখানার মধ্যে মোট ১ হাজার ১৮৬টি কারখানা তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *