গাসিক মেয়রের বিরুদ্ধে ফেসবুকে গুজব, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Slider জাতীয় তথ্যপ্রযুক্তি

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফেসবুকে চাল চুরির মিথ্যা তথ্য পোস্ট করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গাছা থানায় মামলা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব মো. আনোয়ারুল করিম জুয়েল রোববার রাতে ওই মামলা করেছেন। মামলায় মো. জাহিদ হাসান জিহাদ (৩২) নামের একজনকে আসামি করা হয়েছে।

মামলার বরাত দিয়ে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, মামলার আসামী জাহিদ হাসান জিহাদ (৩২) বিভিন্ন সময়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকে। জিহাদ ও তার আরো তিন/চারজন সহযোগি দীর্ঘদিন ধরে নিজেদের নামে ও ফেইক আইডি’র ফেসবুক থেকে এলাকার বিত্তবানদের নামে মিথ্যা অপবাদ ও তথ্য পোস্ট করে বিভিন্নজনের কাছে মোটা অংকের চাঁদা দাবি ও আদায় করে আসছিল। এটাই তাদের পেশা ও নেশা। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে ওই চক্রটি ফেসবুকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *