সিলেটে এক নারী আক্রান্ত, সংস্পর্শে যাওয়া চিকিৎসক, নার্সদের কোয়ারেন্টিনে

Slider জাতীয় সিলেট

সিলেট প্রতিনিধি :: বৃহস্পতিবারে সিলেটের একটি হাসপাতালে সিজার হয় সুনামগঞ্জের এক মহিলার। কিন্তু ওই মহিলার মাধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে রবিবার তার শরীরের নমুনা সংগ্রহ করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।

আজ সোমবার পরীক্ষায় রিপোর্ট আসে পজেটিভ। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবং সেই সঙ্গে তার সংস্পর্শে যাওয়া চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, রিপোর্ট পজেটিভ আসার পরেই আক্রান্তকে চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং তার সংস্পর্শে থাকা ঐ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

উল্লেখ্য, ঐ মহিলার স্বামী গত কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে এসেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *