সিঙ্গাপুরে আরও ১২৫ বাংলাদেশি করোনা আক্রান্ত

Slider জাতীয় বিচিত্র সারাদেশ

কূটনৈতিক রিপোর্টার: সিঙ্গাপুরে করোনা আক্রান্তের নতুন নতুন রেকর্ড হচ্ছে প্রতিদিন। রোববার এ যাবত কালের সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী ২৩৩ জন শনাক্ত হয়েছে দেশটিতে। এর মধ্যে ১২৫ জনই বাংলাদেশি। সিঙ্গাপুরে একদিনে এত সংখ্যক বাংলাদেশির করোনা শনাক্তের এটাও রেকর্ড। পরিসংখ্যান বলছে, এ নিয়ে সিঙ্গাপুরে এই পর্যন্ত সর্বমোট ৬৬৯ জন বাংলাদেশীর করোনা ভাইরাস শনাক্ত হলো। আর দেশটিতে রোববার ধরা পড়া ২৩৩ জন নিয়ো মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৩২ জনে। শনিবার সিঙ্গাপুরে কোভিড -১৯ সংক্রমণ সংক্রান্ত কেস শনাক্ত হয়েছিলো ১৯১টি। যার মধ্যে ৯৯ জনই ছিলেন বাংলাদেশি।

হিসাবে সিঙ্গাপুরে করোনা আক্রান্ত এক চতুর্থাংশের বেশি বাংলাদেশি। শনিবার পর্যন্ত করোনা সংক্রমণে ৯০ বছর বয়সী সিঙ্গাপুরের এক নাগরিক মারা যাওয়ার মধ্য দিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে। গত ২৪ ঘন্টায় নতুন কেউ মারা যায়নি। উল্লেখ্য, দু’মাস ধরে সিঙ্গাপুরে প্রথম করোনা আক্রান্ত বাংলাদেশি (কেস-৪২) কোমায় থাকলেও দেশটিতে করোনা আক্রান্ত কোনো বাংলাদেশি এখনও মারা যাননি বরং যে ৫২৮ জন সম্পূর্ণরূপে সেরে ওঠেছেন এবং হাসপাতাল ছাড়তে পেরেছেন সেই তালিকায় বেশ ক’জন বাংলাদেশিও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *