কালীগঞ্জে মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত- ৫

Slider গ্রাম বাংলা

মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মহামারী করোনা (কোভিড-১৯) ভাইরাসে ৫ জন আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আক্রান্তরা হলেন কালীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ড এলাকার মুনশুরপুর গ্রামের রবি মিয়ার মেয়ে সুইটি (১০), করম আলীর ছেলে ফজলু মিয়া (৬০), ভাদার্ত্তী গ্রামের ফাহিম মিয়ার স্ত্রী নূরী বেগম (৬০), বক্তরপুর ইউনিয়নের মাঝুখান গ্রামের তৈয়ব আলীর স্ত্রী হাজেরা আক্তার (৪৫) ও তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের আবুল হাসানের স্ত্রী ফরিদা বেগম (৬০)।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিবলী সাদিক বলেন, আক্রান্ত ওই ব্যক্তিদের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পাজেটিভ আসলে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর, উত্তর ভাদার্ত্তী, উপজেলার উত্তর সোম ও মাঝুখান গ্রামকে লকডাউন করা হয়েছে। রবিবার (১২ ই এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭.৩০ মিনিটে আক্রান্তদের ঢাকার বনানী এমইএস রোডের কুর্মিটোলা জেনারেল হাসপাতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ বলেন, লোক মারফত জানতে পারি করোনা উপসর্গ নিয়ে উক্ত ব্যক্তিরা এলাকায় অবস্থান করছেন। পরে শনিবার সকালে উক্ত ব্যক্তিদের বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করে, ঢাকা আইইডিসিআরএ পাঠানো হয়। রবিবার বিকালে উপরোক্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে।

ছবির ক্যাপশনঃ কালীগঞ্জে মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *