এ যেন অন্যরকম মোটেরবাজার!

Slider গ্রাম বাংলা জাতীয়


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ মারাত্মক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিনিয়ত জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে জনজীবন থমকে দাঁড়িয়েছে। এতে বিশ্বব্যাপী সবাই আতঙ্কিত। করোনার সংক্রমণ রোধ করতে জনসমাগম এড়িয়ে চলতে হবে। একইসাথে সামাজিক দূরত্ব বজায় রাখা অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে।

মোটেরবাজারে যেখানে মানুষ থাকতো সর্বত্র, সেখানে গতকাল সন্ধ্যা ছয়টার চিত্র (ছবিতে দেওয়া আছে চিত্র)! লোকেশন: মোটের বাজার, মধুপুর,টাংগাইল।এ যেন এক অন্যরকম মোটেরবাজার! সন্ধ্যা ছয়টার পরে জনমানব শুণ্য হয়ে গেছে মোটেরবাজার। সত্যিই আউশনারা, মোটেরবাজারের লোকেরা ধীরে ধীরে সচেতন হচ্ছে।

আউশনারা, মোটেরবাজারে জনসমাগম এড়াতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অবিরাম কাজ করে যাচ্ছে প্রশাসন ,ছাত্রলীগ,যুবলীগ। একইসাথে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এলাকার লোকজনেরা।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস বলেছেন, “আউশনারা, মোটেরবাজারের লোকেরা এখন সচেতন হচ্ছে। অনেকের সমন্বিত প্রচেষ্টায় মানুষের মাঝে সচেতনতা বাড়ানো সম্ভব হচ্ছে।মানুষ এখন অযথা বের হয়না। আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন।”

বাংলাদেশ ছাত্রলীগ মধুপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. আরিফ সরকার জানিয়েছেন,”আমাদের ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা শুরু থেকেই জনসমাগম এড়াতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।আপনারা সবাই আরও সচেতন হোন। করোনা প্রতিরোধে নিজগৃহে অবস্থান করুন। ”

মোটেরবাজারে লোকসমাগম ঘটতে না দেওয়ার পিছনে যাদের অবদান রয়েছে তারা হচ্ছেন; উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবসস্থাপনা সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ এবং কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক ফারুক আহমেদ ,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস, বণিক সমিতির সভাপতি বাদশা মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ মধুপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. আরিফ সরকার, উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আল-আমিন। এছাড়াও তোফায়েল আহমেদ তপু, সোহেল রানা, মিলন, বিজয় আরিফ, রুবেল, হযরত,মূয়ীন সহ আরও অনেকেই মোটেরবাজারে করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *