রাতের আঁধারে নিন্ম আয়ের মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তরুন ব্যবসায়ী

Slider বাংলার মুখোমুখি


রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিন্ম আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তরুন ব্যবসায়ী সাদ্দাম হোসেন অনন্ত।

মরণঘাতী করোনা পরিস্থিতিতে পুস্পদাম রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো.সাদ্দাম হোসেন অনন্ত তার নিজস্ব তহবিল থেকে দুই শতাধিক হতদরিদ্র স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

সাদ্দাম হোসেন অনন্ত বলেন, করোনা ভাইরাসের কারনে নিন্ম আয়ের মানুষ গৃহবন্ধি। তাদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য উৎপাদন। এই সঙ্কট সমাধানে তাদের পাশে দাঁড়িয়েছি।

জানা যায় সাদ্দাম হোসেন করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে। সরকারের নির্দেশনা অনুযায়ী। গণজমায়েত না করে সরকারের নির্দেশমত। সব ধরনের গণজমায়েত এড়িয়ে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব রক্ষায় করে প্রত্যেককে ঘরে থাকার আহ্বান জানিয়ে, প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে রাতের অন্ধকারে এই সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে, চাউল,তেল,আলু, ডাল, সরিষাতৈল,সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *