ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত ২৪ ঘন্টায় নতুনভাবে এক জনের মৃত্যু হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছেন ১১২জন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২১জন। আক্রান্ত হয়েছেন মোট ৩৩০ জন। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, ৬৯টি বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল ২৪ ঘন্টা খোলা আছে। ২০ হাজার ডাক্তার কাজ করছে। করোনা রোগী সহ জাতির এই দুঃসময়ে বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল সার্বক্ষনিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের পাশে থেকে চিকিৎসা দিয়ে যাবো।
প্রেস বুলেটিনে আরো বলা হয়, বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২০০০ হাজার বেডের একটি করোনা আইসোলেশন সেন্টার করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা উত্তর সিটিকর্পোরশনের একটি ভবনে অনুরুপ সেন্টার স্থাপন করা হচেছ। আগামী ১৫ দিনের মধ্যে তা প্রস্তুত হয়ে যাবে।